পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ছবিঃ মর্নিং নিউজ বিডি

মুজিব শতবর্ষ’র কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ছাত্রলীগ ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৪ জুন) বিকেল তিনটার দিকে পটিয়ার রশিদাবাদে এ কর্মসূচি পালন করা হয়।

পটিয়া উপজেলা ছাত্রলীগনেতা আবদুল আজিজ মর্নিং নিউজ বিডিকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ভাইয়ের পরামর্শে মুজিব শতবর্ষের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে পটিয়া উপজেলা ছাত্রলীগ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।

এ কর্মসূচি চলমান বলে জানায় এ ছাত্রনেতা।

এ সময় ওয়াহেদ আহমেদ, আর এইস রিফাত, ওয়াজেদ চৌধুরী, মো. রায়হান, দিদারুল আলমসহ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের সমাজকর্মীও উপিস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *