করোনায় আক্রান্ত পিএসজি’র তিন ফুটবলার

পিএসজি লোগো

করোনায় আক্রান্ত হয়েছেন ইউরোপীয়ান ফুটবলের লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর তিন ফুটবলার। তাছাড়া আক্রান্তের তালিকায় রয়েছেন একজন স্টাফও।

এক বিবৃতিতে মঙ্গলবার এই খবর দেয় লিগ ওয়ানের দলটি। তবে আক্রান্তদের পরিচয় জানানো হয়নি।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বাতিল হয়েছে কেবল ফ্রেঞ্চ লিগ ওয়ান। এপ্রিলের শেষ দিকে নেইমার-কিলিয়ান এমবাপেদের পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

তবে মৌসুমে তাদের সামনে এখনও রয়েছে ফরাসি কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এজন্য অনুশীলনে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার শুরু হয় খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষা।

আরও পড়ুন: স্মরণীয় হল না জন্মদিন, ৬৯৯-তেই আটকে মেসি

আগামী ২৪ জুলাই ফরাসি কাপে পিএসজির প্রতিপক্ষ সাঁত এতিয়েন। ৩১ জুলাই লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে টমাস টুখেলের দল।

আগামী অগাস্টে পর্তুগালের লিসবনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ‘আট দলের মিনি টুর্নামেন্টে’ খেলবে আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা ফ্রান্সের এই ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *