গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত ৭০৯ জন, মৃত্যু ৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৯ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ১৩৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩৫টি প্রতিষ্ঠানে ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট দুই হাজার ১০১ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭৭০। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১৮ হাজার ৮৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৪৫ হাজার ৪৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *