করোনা: কুষ্টিয়ায় নমুনা না দিয়েই রিপোর্ট পজিটিভ

ভুক্তভোগী ওমর আলী। ছবি: সংগৃহিত

কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ওমর আলী শেখ(৬২) নামে এক ব্যক্তির নমুনা না দিয়েই করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

বৃহঃস্পতিবার (২৫ জুন) ওমর আলী নামের ভুক্তভোগী বিষয়টি নিশ্চিত করে।

বুধবার (২৪ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে নমুনা না দিলেও পূর্ব মজমপুরে ওমর আলী শেখের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে ভূলবশত করোনা পজিটিভ রিপোর্ট আসাতে কুষ্টিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই বলছে দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় এর মূল কারণ। স্পর্শ কাতর বিষয় নিয়ে এই ধরনের দায়িত্বহীনতা কাম্য নয়।

ওমর আলী শেখ জানায়, গত ২৩ জুন সে করোনা পরীক্ষা করার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কিন্তু অনেক ভিড় থাকার কারণে নমুনা না দিয়েই চলে আসেন তিনি।অথচ পরেরদিন সে জানতে পারে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা না দিয়ে কিভাবে তার করোনা পজিটিভ রিপোর্ট আসলো সেটি বোধগম্য নয়।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম বিচারকের মৃত্যু

তিনি আরো বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন জানায়, বিষয়টি আমরা শুনেছি। ইতিমধ্যে সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *