দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩, আক্রান্ত ৩৮০৯

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৭৩৮ জন। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে  ৩,৮০৯ জন । এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৩৭,০৮৭ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮,০৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫,১৫৭টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৫০৪ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৩৩,৯৭৮ জন। আর গতকাল আরও ৩৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৬৯৫ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,১৮৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪,৩১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *