ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। ১০ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভের কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শনিবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা এই দলের।
এর আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু সবার করোনা টেস্ট করানোর পর ১০ জন পজিটিভ হয়। তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ২০ সদস্যের দলে যুক্ত করা হয়েছে পেসার মুসা খান ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রোহাইল নাজিরকে।অবশ্য যে ১০ জন করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন দ্বিতীয় দফা টেস্টে তাদের মধ্যে ছয়জন নেগেটিভ হন। তারা হলেন— ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ। তবে তাদের ২০ সদস্যের স্কোয়াডে যুক্ত করা হয়নি। আগামী সপ্তাহে তাদের আরও একবার টেস্ট করা হবে। সেখানে যদি নেগেটিভ হন তাহলে তাদের ইংল্যান্ড যাওয়ার অনুমতি দেওয়া হবে।
আগস্ট ও সেপ্টেম্বরে পাকিস্তান দল ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।আরও পড়ুন: এতিহাদে ‘গার্ড অব অনার’ পাবে লিভারপুল
২০ সদস্যের পাকিস্তান দল :
আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান, উসমান শিনওয়ারি ও ইয়াসির শাহ।
কেরিয়ারের প্রথম ডাবল হান্ড্রেড করলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় শুভমন গিল। তাঁর ১৪৯বলে ২০৮রানের উপর ভর করে ৩৪৯রানের পাহাড় গড়ল ভারত। নিউজ়িল্যান্ডের হয়ে ব্রেসওয়েল শতরান করলেও তিনি দুঃখজনক ভাবে শেষ পর্যন্ত আর দলকে জেতাতে পারলেন না। আর নিউজিল্যান্ড হেরে যায় ১২রানে। খেলা দেখে একটা সময় দেখে মনে হচ্ছিল, শুভমনের করা রানও তারা করতে পারবে […]
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর স্পোর্টস ক্লাবের আয়োজনে একদিন ব্যাপি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় শার্শা উপজেলা থেকে আটটি শক্তিশালী ক্লাব অংশগ্রহণ করেন। ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্গাপুরের কৃতি সন্তান এসআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোহাম্মদ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]
টাইগারদের মাঠে ফেরার মিশন হিসেবে মিরপুর হোম গ্রাউন্ডে চলছে প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন দলের ওয়ানডে সিরিজে। এরপর হতে যাচ্ছে একটি কর্পোরেট লীগ। টি টোয়েন্টি ক্রিকেটের আদলে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। মূলত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই এমন উদ্যোগ। টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা প্রণয়ন শেষ হলেও দেশ বিদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত […]