ঢাকা বোর্ডে এস.এস.সি ফল চ্যালেঞ্জ: উত্তীর্ণ ১০৫ জন, ফল পরিবর্তন ২২৪৩ জন ‍শিক্ষার্থীর

ঢাকা বোর্ডের এসএসসির পুনঃনিরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বলে এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, এবার ঢাকা বোর্ডের ৫৯ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ১ লাখ ৪৫ হাজার ৩০৫টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারেন।

অধ্যাপক আমিরুল বলেন, ফল পুনঃনিরীক্ষায় ঢাকা বোর্ডে এবার ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১০৫ জন। নতুন করে ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন: এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে ৬০৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

আগের ফলাফলে যারা ফেল করেছিল ফল চ্যালেঞ্জ করে তাদের মধ্য থেকে নতুন করে কেউ জিপিএ-৫ পায়নি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

অন্যান্য বোর্ডগুলো নিজেদের মত করে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবে বলে জানান তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *