খোকসায় মামলা দিতে এসে ধর্ষক শ্রী’ঘরে

ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী শিশুর ভাই’র বিরুদ্ধে থানায় মামলা দিতে এসে আহত ধর্ষক শ্রী’ঘরে । ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেছেন। 

মঙ্গলবার (৩০ জুন) বিকালে খোকসার গোপগ্রাম ইউনিয়নের সাতপখিয়া বিহারিয়া গ্রামে প্রতিবন্ধী ধর্ষনের ঘটনাটি ঘটেছে।

ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী শিশুটির বয়স ১২ বছর। ধর্ষক মুদি দোকানী শুকুর আলী (৪০) তিন সন্তানের জনক।

প্রতিবন্ধী শিশুটির ভাই জানান, সাতপাখিয়া বিহারিয়া গ্রামের মুদি দোকানী শুকুর আলী প্রতিবন্ধী শিশুকে তার দোকানের পাশের ঘরে ডেকে নিয়ে পশুবৃত্তি চরিতার্থ করে। এ সময় ঘটনাস্থলে শিশুটির মা চলে আসায় বিপত্তি ঘটে। এক পর্যায়ে মুদি দোকানি শুকুর আলীর সাথে ধর্ষিতার ভাইয়ের ধস্তা ধস্তীর ঘটনা ঘটে। এতে সামান্য আহত শুকুর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি হয়।

পর দিন বুধবার দুপুরে ধর্ষক শুকুর আলী ওই প্রতিবন্ধি শিশুর ভাইসহ অন্যদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ আসামী ধরতে তৎপর হয়ে উঠলে থলের বিড়াল বেড়িয়ে আসে। এ ঘটনার পর ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষককে আটক করে।

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অনেক বিলম্বে শিশু ধর্ষনের ঘটনাটি জানতে পারেন। এ জাতীয় ঘটনা ঘটলে তিনি থানায় পাঠিয়ে দেন বলেও জানান।

আরও পড়ুন: কুড়িগ্রামে খাদ্যাভাব সহ চরম দুর্ভোগে বানভাসী মানুষজন

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, শিশুটি ধর্ষনের অনেক পর পুলিশ ঘটনাটি উদ্ধার করে। এ ব্যাপারে ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে মামলা দিয়েছে। মামলা রেকর্ডের আগেই পুলিশ ওই ধর্ষক শুকুর আলীকে আটক করেছে। অনেক সময় পার হয়ে যাওয়ায় ধর্ষনের অনেক আলাম নষ্ট হয়ে যাওয়ার ঝুকি রয়েছে। তার পরেও বৃহস্পতিবার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *