শার্শায় বিএসএফের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

ছবি: সংগৃহিত

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর সীমান্ত এলাকা থেকে রিয়াজুল ইসলাম মোড়ল (৩৪) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল বন্দর থানার পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে বাহাদুরপুর সীমান্তের ২৬ নম্বর পিলারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিয়াজুল শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের আবদুল জব্বার মোড়লের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, আজ ভোরে রিয়াসহ কয়েকজন ভারতে মাদকদ্রব্য আনতে যায়। এ সময় বিএসএফ টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করলে মাঝেরডাঙ্গী পশ্চিম মাঠের ২৬ নং পিলারের কাছে (বাহাদুরপুর- ধান্যখোলা) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘নিহত রিয়াজুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, বৃহস্পতিবার রাতে রিয়াজুল বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে তাঁর লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি অমান্য করায় গণপরিবহনের চালক-যাত্রীদের অর্থদণ্ড

ওসি বলেন, বেনাপোল থানায় রিয়াজুলের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। তিনি গাঁজার ব্যবসা করতেন। লাশের পাশ থেকেও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাঁজা আনার জন্য তিনি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *