চট্টগ্রামে ১৯৯ বোতল ফেন্সিডলসহ যুবক আটক

ফেন্সিডিলসহ আটক বাদশা মিয়া

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নতুন মনসুরাবাদ এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে একশত নিরানব্বই বোতল ফেন্সিডিলসহ মো. বাদশা মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মো. বাদশা মিয়া আকবরশাহ এলাকার মো. আমান উল্লাহর সন্তান। সে দীর্ঘদিন ধরে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।

আরও পড়ুন: চট্টগ্রামে ওড়না পেঁচানো শিশুর লাশ উদ্ধার

মাহমুদুল হাসান মামুন বলেন, নতুন মনসুরাবাদ এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে মাদকসহ এক ব্যক্তি অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। একপর্যায়ে মো. বাদশা নামের এক যুবককে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে আকবরশা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে এএসপি মাহমুদুল হাসান মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *