সাহারা খাতুনের মরদেহ বনানী কবরস্থানে

ছবি: সংগৃহিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মরদেহ বনানী কবরস্থানে এসে পৌঁছেছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ৫১ মিনিটে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বনানী কবরস্থানে এসে পৌঁছায়।

এর আগে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (১০ জুলাই) রাত ১টা ৫৫ মিনিটে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায় বলে বেসরকারি এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের জিএম মো. কামরুল ইসলাম জানিয়েছেন।

আরও পড়ুন: অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই

বনানী কবরস্থানে পুলিশের আইজি বেনজির আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীসহ প্রশাসনের বিপুল পরিমাণ নেতাকর্মী রয়েছেন।

জানাজা শেষে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যকে বনানী কবরস্থানে দাফন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *