করোনায় আক্রান্ত হয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদকের মৃত্যু

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পত্রিকাটির প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীর জানিয়েছেন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন প্রবীণ এই সাংবাদিক। পরে গত ৪ জুলাই অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হাই

আবদুল্লাহ মোহাম্মদ হাসানের জন্ম রংপুরে ১৯৪৮ সালে। এর আগে তিনি বাংলাদেশ টাইমস, ডেইলি টেলিগ্রাফ, ইন্ডিপেনডেন্ট ও ডেইলি সান পত্রিকায় কাজ করেছেন।

আবদুল্লাহ মোহাম্মদ হাসানের বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়ে বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *