করোনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রকের মৃত্যু

করোনায় মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সজল চক্রবর্তী (৬৯)।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫।

মৃত সজল চক্রবর্তী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ শহরের জুবলী ঘাট এলাকার বিশ্বেশ্বরী দেবী সড়কের বাসিন্দা।

সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, গত সোমবার (১৩ জুলাই) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। পরে আজ বেলা ২টার দিকে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: চৌগাছায় করোনা আক্রান্ত স্বামীর পর এবার উপসর্গ নিয়ে স্ত্রীর মৃত্যু

এ দিকে শুক্রবার (১৭ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৩টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮৮ জন, সুস্থ্য হয়েছেন ১৭৯১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *