পটিয়ায় শ্বশুরবাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

নাটোরে
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়া কুসুমপুরা ইউনিয়নে শ্বশুরবাড়িতে সাইফুল ইসলাম সুমন (২৮) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন। আর সুমনের পরিবারের দাবি, তাকে ছুরিকাঘাত করে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুসুমপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে সুমন ছুরিকাঘাতে আহত হন। শুক্রবার (১৭ জুলাই) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

সুমন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তার একটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, প্রবাসী সুমন করোনা ভাইরাসের কারণে দেশে ফেরেন। তার বউ শ্বশুরবাড়িতে থাকতেন। ১৬ জুলাই তিনি শ্বশুরবাড়িতে যান। পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

অআরও পড়ুন: পানছড়িতে অস্ত্রসহ  সন্ত্রাসী,চাঁদাবাজ ইউপিডিএফের সোর্স আটক

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ১৬ জুলাই বউয়ের সঙ্গে ঝগড়া করে সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন। অন্যদিকে সুমনের পরিবারের দাবি, তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। রহস্যজনক এই মৃত্যুর তদন্ত চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *