বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে

ছবি: সংগৃহিত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে।

রোববার (১৯ জুলাই) এএফপি’র হিসেব থেকে এ কথা জানা যায়। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৫২৩ জন।

বিশ্বে সবচেয়ে পর্যুদস্ত ইউরোপে মারা গেছে ২ লাখ ৫ হাজার ৬৫ জন।

এখন ভাইরাসটি খুব দ্রুত ল্যাটিন আমেরিকায় ছড়াচ্ছে। ইউরোপের পরেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে এ অঞ্চলে। এখানে এ পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ ৬০ হাজার ৭২৬ জন।

বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দু’টোই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪০ হাজার ১০৩ জন। এরপরই ব্রাজিলের অবস্থান। এখানে মারা গেছে ৭৮ হাজার ৭৭২ জন। ব্রিটেনে মারা গেছে ৪৫ হাজার ২৭৩ জন, মেক্সিকোয় ৩৮ হাজার ৮৮৮ জন এবং ইতালিতে ৩৫ হাজার ৪২ জন।

বিশ্বে কোভিড -১৯ সংক্রান্ত মৃত্যু গত দুই মাসে দ্বিগুণ বেড়েছে। গত ২৮ জুন থেকে মাত্র তিন সপ্তাহে নতুন করে এক লাখেরও বেশি লোক মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *