গাংনীতে ভাষা সৈনিক সিরাজুল ইসলামের ইন্তেকাল

ছবি: সংগৃহিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বিশিষ্ট ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।

বুধবার (২২ জুলাই) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

সিরাজুল মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমেদের বাবা। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুলের মরদেহ বুধবার বিকেলে নিজ গ্রাম কাজীপুরে পৌঁছায়। পরে বাদ আছর কাজীপুর কাছারি ফুটবল মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার জানাজা নামাজের পূর্বে তাকে শেষ শ্রদ্ধা জানান মেহেরপুর জেলা প্রশাসকের পক্ষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।

আরও পড়ুন: ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার

ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ১৯৫২ সালে মেহেরপুর মডেল ইংরেজি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি মাতৃভাষা বাংলার দাবীতে সহপাঠীদের নিয়ে ঢাকায় আন্দোলনকারীদের সমর্থন করে সভা-সমাবেশে অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *