শেরপুর আইনজীবী সমিতির সভাপতিসহ নয় জন করোনা আক্রান্ত

বুধবার (২৯ জুলাই) শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ একথা জানান।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মঙ্গলবার রাতে শেরপুর জেলার ৫৬টি নমুনা পরীক্ষায় এই নয় জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা যায়, আক্রান্ত নয় জনকে নিয়ে জেলায় মোট ৩০৮ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন মোট ২৭৯ জন এবং মারা গেছেন চারজন।

আরও পড়ুন: নাটোরে ডিসি, সিভিল সার্জন সহ মোট ৩০জন করোনায় আক্রান্ত

সিভিল সার্জন কার্যালয় আরও জানা যায়, জেলায় মোট নমুনা পরীক্ষার সাত শতাংশ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪৫৭ জনের। প্রতিবেদন পাওয়া গেছে চার হাজার ৩০৯ জনের। ময়মনসিংহ পিসিআর ল্যাবে এখনও জমা আছে ১৪৮টি নমুনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *