শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ছবি মর্নিং নিউজ বিডি

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে মহাসড়কে আজ বেলা সাড়ে ১২টার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোল চত্বরের উপরে উঠে সাদভি (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

প্রতক্ষদর্শী হেমায়েত হোসেন জানান তারা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বন্ধুরা মিলে গোপালগঞ্জ এ ঘুরতে যাচ্ছিলো কিন্তু গোল চত্বরের কাছে এসে স্পীডব্রেকার দেখতে পেয়ে মোটরসাইকেল ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে গোল চত্বরের উপরে উঠে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় পাঁচ্চর রয়েল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশংক্ষাজনক মনে হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । পরে ফরিদপুরে নেয়ার পথে এম্বুলেন্সর মধ্যেই তার মৃত হয় ।

পাঁচ্চর হাইয়ে থানার ইনচার্জ ওহেদুজ্জামান জানান,  পাঁচ্চর গোল চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *