সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে টইটং ইউপির আবদুল্লাহ পাড়ার খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা একই এলাকার মুহাম্মদ হাসানের ছেলে।
আহত যুবদল নেতা আজমগীরের চাচা আলি হোসাইন বলেন, আজমগীর আবদুল্লা পাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে ঘরে ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা নুরুচ্ছফা ও তার ছেলে রাজিব, জাহেদ, ওয়াহেদ, রাসেলসহ ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
হামলাকারীদের সাথে আজমগীরের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো বলে জানান চাচা আলি হোসাইন।
টইটং ইউপির সদস্য ও যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, যুবদল সভাপতি মুহাম্মদ আজমগীরের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আবদুল্লাহ পাড়া এলাকার নুরুচ্ছফা ও তার ছেলেরা তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া সরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইউনিয়ন যুবদলের সভাপতিকে পরিকল্পিতভাবে হামলার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি সঠিক তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান যুবদল নেতা শাহাদাত।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পার্বত্য অঞ্চলের জমির মৌজার সীমানা সঠিকভাবে নির্ধারণ ও তা নিজ দায়িত্বে রাখা, সব জমির রেকর্ড সংরক্ষণ এবং মৌজা হেডম্যানদের দেওয়া প্রত্যয়নপত্র উপযুক্ত ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ভূমি সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি হেডম্যানদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ০৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, বান্দরবান […]
যশোরের কেশবপুরের কিছু সংখ্যক প্রভাবশালী ঘের মালিক নির্দিষ্ট সময়ে তাদের ঘেরের (আবদ্ধ জায়গায় মাছ চাষের স্থান) ও বিলের পানি নিষ্কাশনের সুযোগ করে না দেওয়ায় আশেপাশে প্রায় ৫৭টা বিলের বোরো আবাদ করতে কৃষকের বিলম্ব হচ্ছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবদহ স্লুইচ গেইট যা যশোরের কেশবপুর উপজেলার পুর্বাঞ্চলের সীমান্তে অবস্থিত। ঘের মালিকদের হাতে এখন হাজার […]