দেশে একদিনে করোনা শনাক্ত ২০২৪, মৃত্যু ৩২

করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৪ জন। 

রবিবার ( ১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ২ হাজার ২৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। আর দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩১৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *