রাজধানীতে নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

সুবর্ণচরের

রাজধানীতে নব্য জেএমবির সামরিক শাখার দুই স্লিপার সেল সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার মধ্যরাতে সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।

আরও পড়ুন: করোনায় মারা গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান

গ্রেপ্তাররের সময় তাদের হেফাজত থেকে দুইটি মোবাইল ফোন, একটি নান চাকু এবং হাতে লেখা জঙ্গি তৎপরতার নির্দেশনা, কর্মপরিকল্পনা সম্বলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *