চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  ট্রেনে কাটা পড়ে হানেফ জোয়ার্দার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত হানেফ জোয়ার্দার (৪০) জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জয়রামপুর গ্রামের কেটোপুল এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিলেন হানেফ। এসময় কেটোপুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: নওগাঁয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *