চকরিয়া-পেকুয়ার সংবাদপত্র হকার্সদের পাশে চেয়ারম্যান ওয়াসিম

ছবি: মর্নিং নিউজ বিড

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় কর্মরত ১৯ জন সংবাদপত্র হকার্সদের পাশে দাঁড়ালেন পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

সোমবার বিকালে পেকুয়া রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার সভাপতি ও দৈনিক বাঁকখালীর প্রতিনিধি মো. ফারুকের মাধ্যমে চকরিয়া হকার্স সমিতির সভাপতি মনির উদ্দিন হাতে ১৬ জনকে আর পেকুয়া হকার্স সমিতির নেতা হুমাইনের হাতে ৩ জনকে ১০কেজি করে চাল দেয়া হয়।

এসময় চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মনির উদ্দিন বলেন, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ফোন দিয়ে জানান, পেকুয়া প্রতিনিধির সাথে যোগাযোগ করতে। ওনি মগনামার চেয়ারম্যান মহোদয় চকরিয়া-পেকুয়ার হকার্সদের চাল দেয়ার কথা বলেন। আজ চেয়ারম্যান সাহেবের চাল পেয়ে আমরা ১৯জন হকার্স অনেক খুঁশি। ওনার প্রতি চকরিয়া-পেকুয়ার সংবাদপত্র হকার্সরা কৃতজ্ঞ।

চেয়ারম্যান শরাফাত উল্লাহ ওয়াসিম বলেন, করোনা পরিস্থিতিতে হকার্সরা বেশ কষ্টে দিনাতিপাত করে আসছিলো। রাষ্ট্রের অন্যতম ভিত্তি গণাধ্যমের সাথে  সম্পৃক্ত হকার্সদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *