করোনায় আক্রান্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম। ছবি: সংগৃহিত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম।

মঙ্গলবার (২৫ আগষ্ট) এক টুইটবার্তায় তিনি নিজেই এ কথা জানান।

এদিকে এই দ্বীপ রাষ্টট্রি নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লড়াই করছে। খবর এএফপি’র।

৮২ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিবিদ টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। সর্ব শক্তিমান মহান আল্লাহ আমাকে এবং অন্য সকল অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য লাভের ও সুস্বাস্থ্যের ক্ষেত্রে করুণা করবেন।’

আরও পড়ুন: দেশে একদিনে করোনা শনাক্ত ২৫১৯, মৃত্যু ৫৪

এ পরিবারের ঘনিষ্ঠ সাবেক এক সহকারী এএফপি’কে বলেন, জ্বর হওয়ার পর গাইয়ুম তার করোনাভাইরাস পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ পাওয়া যায়। তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি দীর্ঘ তিন দশক ধরে মালদ্বীপের ক্ষমতায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *