
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জোছনা বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।
রবিবার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে ঝুলন্ত অবস্থায় মৃতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, চরবেষ্টিন গ্রামের একটি মাছের ঘের পাহাড়ার কাজ করত জোছনার স্বামী রেজাউল করিম। সেই ঘেরের ঘরে বসবাস করত তারা। রোববার ওই ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় জোছনার লাশ দেখতে পায় তার স্বামী ও প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে রাঙ্গাবালী থানা পুলিশ।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, জোছনা ও তার স্বামীর সঙ্গে সাংসারিক কোলহ ছিল বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে।
