করোনা আক্রান্ত সেক্টর কমান্ডার আবু ওসমান সিএমএইচে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

সেক্টর কমান্ডারস ফোরামের (এসসিএফ) মহাসচিব হারুন হাবীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং এসসিএফ’র সহসভাপতি ছিলেন।

হারুন হাবীব জানান, আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও করোনাকালের আগে তিনি এসসিএফর বৈঠকে উপস্থিত থাকতেন। যদিও সেসময় তার কথা বলতে কষ্ট হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *