লাদাখ সীমান্তে আবারো ভারতীয় সৈন্য নিহত

ছবি: সংগৃহিত

ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে এশিয়ার পরাশক্তি চীনের। তাই সীমান্ত বিবাদ নিয়ে বহুবার সংঘর্ষে জড়িয়েছে প্রতিবেশী এই দুই দেশ। মাস দুয়েক আগে হঠাৎ করেই আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১৫ জুন লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা প্রাণ হারান। যদিও এ ঘটনায় চীনের কতজন হতাহত হয়েছে তা জানায়নি দেশটি।

এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিব্বতের এক সংসদ সদস্যের বরাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতের সংঘর্ষে তিব্বতিয়ান বংশোদ্ভূত এক ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। এ সময় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য গুরুতর আহত হন।

যদিও ভারতীয় গণমাধ্যমে দেশটির কোনো সৈন্য নিহত হওয়ার খবর দেখা যায়নি। এমনকি নয়াদিল্লি সরকারও এসএফএফের কার্যক্রম সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *