লালমনিরহাটে কবর জিয়ারতের সময় বজ্রপাত, বাবা নিহত ছেলে আহত

প্রতীকি ছবি

জোহরের নামাজ শেষে স্বজনের কবর জিয়ারত করছিলেন শমসের আলী (৪৫) ও তার ছেলে মাহমুদ। এসময় আকস্মিক বর্জপাতে দুজনেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক শমসের আলীকে মৃত ঘোষণা করেন। আর তার ছেলেকে ভর্তি করা হয় সেখানে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুরা এলাকায় এঘটনা ঘটে। নিহত শমসের আলী ওই এলাকার প্রয়াত আমির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মসজিদের নামাজ শেষে কবরস্থানে কবর জিয়ারত করতার সময় বাবা ও ছেলে বজ্রপাতের কবলে পড়েন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *