বাগেরহাটে শিশু নির্যাতনকারী ইউপি সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে পিটিয়ে হাসপাতলে পাঠানোর ঘটনায় ইউপি সদস্য মহসিন খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করেন। তারা শিশুছাত্র রসুল হাওলাদারকে নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারী মেম্বরকে গ্রেফতারের দাবি জানান। রসুল স্থানীয় উত্তর পুটিখালী দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গত শনিবার দুপুরে মাছ চুরির অপবাদ দিয়ে উত্তর পুটিখালী গ্রামের শিশুছাত্র রসুলকে(১১) ধরে নিয়ে লাঠি দিয়ে পেটান মহসিন মেম্বর। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ওইদিন হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মোবাইলফোন বন্ধ করে রাখেন ওয়ার্ড মেম্বর মহসিন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *