আজ বরং যাই আমি বরং আজ যাই। অন্য কোনো দিন আসবো পোশাকে চড়ে বাহুবল রথে। এখানে দারুণ ভিড়। গোলচত্বরে এসে মিশেছে সুদীর্ঘ সমাজ সারি, হই হই গীতে বিপরীত দাবি-দাওয়া। ব্যস্ত, বেজায় ব্যস্ত বাজার। আমি বরং পরে আসি। পিপীলিকা পথঘাট, কফিমগ, চায়ের চামচ, শড়ির শোরুম আর মাংসের দোকান ক্লান্ত হলে, কিছুটা ক্লান্ত হয়ে যখন নামবে নিরব […]