জাপানের সব নাগরিক করোনা ভ্যাকসিন বিনামূল্যে পাবেন

জাপানে বসবাসরত সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।  ২ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা প্যানেল তা অনুমোদন করেছে। এজন্য জাপান সরকারের ব্যয় হবে ৬৭১.৪ বিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৪ বিলিয়ন ডলার।

করোনায় জাপানের মৃত্যু হার কম হলেও আক্রান্তের হার কম নয়। প্রায় ১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন (২ অক্টোবর পর্যন্ত)। এর মধ্যে ৭৭ হাজার ২১৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং ১ হাজার ৫৭৮ জন মৃত্যুবরণ করেছেন।

সংক্রমণ রোধে দেশের সব নাগরিককেই প্রথম ডোজ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও নীতিমালায় বিদেশি নাগরিকদের জন্য এখনও আলাদাভাবে কিছু বলা হয়নি। তবে আশা করা যাচ্ছে স্বাস্থ্য বীমার আওতায় প্রায় সবাই এই সুবিধার আওতায় থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *