যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া

শুক্রবার, রাশিয়ার উদ্যোগে মস্কোয় বৈঠকে বসেন আর্মেনিয়া ও আজারবাইজানের শীর্ষ কূটনীতিকরা। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। 

মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে যুদ্ধ বন্ধে বৈঠকে বসে দেশ দুটি। এর আগে, আধিপত্য বিস্তার নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে ককেশাসের দক্ষিণাঞ্চলে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যা শনিবার দুপুর থেকে কার্যকর হবে। এ সময় বন্দি বিনিময় এবং নাগর্নো-কারাবাখ থেকে মরদেহ উদ্ধার অভিযান চলবে। যুদ্ধবিরতির অংশ হিসেবে রেডক্রস ওই অঞ্চলে ত্রাণ তথা মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

গত দু সপ্তাহের টানা ১৪ দিন সশস্ত্র সংঘাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *