ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিপক্ষে জাতিসংঘ

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ধর্ষণ জঘন্য অপরাধ হওয়া সত্ত্বেও এতে মৃত্যুদণ্ড দেয়া যথাযথ কোনও শাস্তি নয়; যেমনটা বৃহস্পতিবার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের অধ্যাদেশ এবং প্রথমবার পাঁচজনের মৃত্যুদণ্ডের রায়ের পর এতে আপত্তি জানিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেছেন, যারা এ ধরনের ঘৃণ্য কাজ করে তাদের ওপর কঠোর শাস্তি আরোপ প্ররোচনামূলকও হতে পারে। এর মাধ্যমে আমরা নিজেদের আরও অপরাধ করার সুযোগ তৈরি করে দিতে পারি না। তিনি আরো বলেন, মৃত্যুদণ্ডের নেপথ্যে যুক্তি হলো যে, এটা ধর্ষণের মাত্রা কমিয়ে আনবে; কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে, অন্যান্য শাস্তির তুলনায় মৃত্যুদণ্ডের মাধ্যনে কোনও অপরাধের মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

বিশ্বের বেশিরভাগ দেশগুলোর মূল সমস্যা হল যৌন সহিংসতার শিকার ব্যক্তিরা ন্যায়বিচার পায় না। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার সংস্থার এই প্রধান বলেন, প্রমাণ পাওয়া যাচ্ছে, সর্বোচ্চ শাস্তি প্রদান নয় দ্রুততার সঙ্গে বিচার কার্যকর করা গেলেই অপরাধের মাত্রা কমিয়ে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *